সঠিক পথেই দুঙ্গার ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: দেশের মাটিতে ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ শেষের পর ব্রাজিল দলের দ্রুত ঘুরে দাঁড়ানো নিয়ে হয়ত অনেকের মনেই শঙ্কা ছিলো। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়া কোচ দুঙ্গার জন্যও লড়াইটা ছিলো কঠিন। কিন্তু দেশটির সাবেক স্ট্রাইকার রোনালদোর মতে, নতুন কোচ এবং তার দল সঠিক পথেই আছে। ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরার লক্ষ্যে এবারের বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিলো নেইমাররা। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ছিটকে পড়ে তারা। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল দল। এমন বাজে পারফরম্যান্সের পর লুইস ফেলিপে স্কলারিকে সরিয়ে দুঙ্গাকে দায়িত্ব দেয় ব্রাজিল। বিশ্বকাপে স্বপ্নের অমন অপমৃত্যুর পর স্বাভাবিকভাবেই দুঙ্গার প্রথম দায়িত্ব ছিলো খেলোয়াড়দের ফের আত্মবিশ্বাসী করে তোলা।