শ্রীলঙ্কার ১০ উইকেটে হারের লজ্জা

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস জর্ডানের মারাত্মক বোলিঙে শ্রীলঙ্কাকে মাত্র ৬৭ রানে অলআউট করে ১০ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।গত বুধবারওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৪ ওভারে ৬৭ রানে অলআউটহয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডেতে এটি শ্রীলঙ্কার তৃতীয় সর্বনিম্ন রান।সাবেক চ্যাম্পিয়নদের সর্বনিম্ন রান ৪৩। ২০১২ সালে পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রান করেছিলো তারা।স্বাগতিকবোলারদের দুর্দান্ত বোলিঙে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেঅতিথিরা। দলের সেরা দু ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (১৩) ও মাহেলাজয়াবর্ধনে (১২) ছাড়া দু অঙ্কে পৌঁছুনো কেবল অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (১১)।১৮ ওভার শেষে অতিথিদের স্কোর ছিলো ৫৮/৪। এরপর মাত্র ৩৬ বলস্থায়ী হয় তাদের ইনিংস। ৯ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় তারা। শেষ ৪উইকেটের পতন হয় মাত্র ২ রানে।২৯ রানে ৫ উইকেট নিয়ে অতিথিদের মূল‘হন্তারক’ ম্যাচ সেরা জর্ডান। এবারই প্রথম পাঁচ উইকেট নিলেন তিনি। এছাড়াজেমস ট্রেডওয়েল ও জেমস অ্যান্ডারসন নেনে দুটি করে উইকেট।
জবাবে কোনো উইকেট না হারিয়ে ১২ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।চোট কাটিয়ে দলে ফেরা অধিনায়ক অ্যালিস্টার কুক অপরাজিত থাকেন ৩০ রানে। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ইয়ান বেল অপরাজিত থাকেন ৪১ রানে।ওয়ানডেতেএনিয়ে তৃতীয়বার ১০ উইকেটে হারলো শ্রীলঙ্কা। ১৯৮৪ সালে শারজায় ভারতের কাছেপ্রথম ১০ উইকেটে হেরেছিলো দলটি। আর ২০১১ সালে নটিংহামে স্বাগতিকদের কাছে একইব্যবধানে হেরেছিলো তারা।২২৭ বল অব্যবহৃত রেখে পাওয়া জয়ে আগের ম্যাচে লজ্জাজনক হারের মধুর প্রতিশোধও নিলো স্বাগতিকরা।আগামীকাল শনিবার লর্ডসে হবে চতুর্থ ওয়ানডে।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২৪ ওভারে ৬৭ (থিরিমান্নে ৭, দিলশান ২, সাঙ্গাকারা ১৩, জয়াবর্ধনে ১২, চান্দিমাল ৬, ম্যাথিউস ১১, প্রিয়াঞ্জন ২, কুলাসেকারা ৫, সেনানায়েকে ০, হেরাথ ০*, মালিঙ্গা ২; জর্ডান ৫/২৯, ট্রেডওয়েল ২/২, অ্যান্ডারসন ২/১০)ইংল্যান্ড: ১২.১ ওভারে ৭৩/০ (কুক ৩০*, বেল ৪১*)ম্যাচ সেরা: ক্রিস জর্ডান।