শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

 

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০১৬ এর ফাইনাল নিশ্চিত করল ভারত। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫  উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ধোনিবাহিনী।

শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে কুলাসেকারার বলে আউট হন ধাওয়ান।মাত্র ১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ধাওয়ান। নিজের পরের ওভারে ভারতের আরেক ওপেনার রোহিত শর্মাকেও সাজঘরমুখী করেছেন কুলাসেকারা। তবে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেন সুরেশ রায়না ও বিরাট কোহলি। ১২তম ওভারের প্রথম বলে রায়নাকে (২৫) আউট করে খেলায় ফেরার চেষ্টা চালিয়েছিলেন দাসুন সানাকা। কিন্তু ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন যুবরাজ সিং। ৪৬ বলে ৫২ রান করে শেষপর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি।

এর আগে  টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কানরা। খেলার শুরুতে চান্দিমালকে (৪) ফেরান নেহরা। ২.২ ওভারে দলীয় ৬ রানে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৫ রানে আউট হন শেহান জয়সিুরিয়া (৩)। তাকে আউট করেন বুমরাহ।

এরপরে আঘাত হানেন হার্দিক পান্ডে। ৬.১ ওভারে দলীয় ৩৩ রানে পান্ডের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দিলশান (১৮)। দলীয় ৫৭ রানে পান্ডের বলে আউট হন ম্যাথুস (১৮)। ফলে ৫৭ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা।

সিরিবর্ধনে ও কাপুগেদারার কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। ১৬.১ ওভারে দলীয় ১০০ রানে সাজঘরে ফিরেন সিরিবর্ধনা (২২)। ওই ওভারের শেষ বলে রানআউটের শিকার হন দাসুন শানাক (১)। এরপরে ফিরে যান কাপুগেদারাও। তবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৩০ রান করেছেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ, অশ্বিন ও পান্ডে।