শ্রীলঙ্কাকে স্বপ্ন দেখাচ্ছেন সাঙ্গাকারা

মাথাভাঙ্গা মনিটর: জমে উঠলো গল টেস্ট। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৭০ রানের লক্ষ্যে খেলতে নেমেচতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা তুলল ১ উইকেটে ১১০। ফলে পঞ্চম দিনেরসমীকরণ- শ্রীলঙ্কার প্রয়োজন ২৬০ রান আর দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট।শ্রীলঙ্কাপারবে লক্ষ্যে পৌঁছুতে?সে উত্তর জানা যাবে আজ। তবে লঙ্কানদেরস্বপ্ন দেখাচ্ছেন মূলত কুমার সাঙ্গাকারা। এ বাঁ-হাতি অপরাজিত আছেন ৫৮ রানে।আগেরদিনের সাথে মাত্র ৯ রান যোগ করে শ্রীলঙ্কা অলআউট হয় ২৯২ রানে। দ্বিতীয়ইনিংসে প্রোটিয়ারা ৫০.২ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।সর্বোচ্চ ৫১ আসে এবিডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। লঙ্কান বোলারদের পক্ষেদিলরুয়ান পেরেরা একাই তুলে নেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার চোখে জয়ের স্বপ্ন।এ কারণে প্রায় দেড় দিন লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্তপ্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ৩৭০।

এসমীকরণে ব্যাট করতে নেমেই ডেল স্টেইনের আঘাতে ১৪ রানের মাথায় ফিরে গেলেনউপুল থারাঙ্গা। এরপর অবশ্য উইকেটে দাঁড়িয়ে গেছেন কুশল সিলভা ও সাঙ্গাকারা।দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে অবিচ্ছিন্ন ৯৬। সাঙ্গাকারা অপরাজিত ৫৮ ওকুশল ৩৭ রানে।