শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: চাপের ম্যাচে ভেঙে পড়েনি দক্ষিণ আফ্রিকা; উল্টো ব্যাটে-বলে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেছে তারা। ইমরান তাহির ও জেপি ডুমিনির অসাধারণ বোলিংয়ের পর কুইন্টন ডি ককের দুর্দান্ত এক অর্ধশতকে প্রথম কোয়ার্টার-ফাইনালে ৯ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা চেষ্টা করেছিলেন। কিন্তু দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে পারেননি। দুই স্পিনার তাহির ও ডুমিনির দারুণ বোলিংয়ে ৩৭.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে বিশ্বকাপে ডি ককের প্রথম অর্ধশতকে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নকআউট পর্বে এ প্রথম জয় পেলো তারা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হাশিম আমলাকে নিয়ে দলকে ভালো সূচনা এনে দেন ডি কক। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে আমলা ফিরে গেলেও অবিচল ছিলেন ডি কক। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ফাফ দু প্লেসির সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করেন ডি কক। এই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৭৮ রানে। তার ৫৭ বলের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ। ৩২ ওভার হাতে রেখে পাওয়া জয়ে ২১ রানে অপরাজিত থাকেন দু প্লেসি।