শেষ হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা প্রসেসিং

 

স্টাফ রিপোর্টার: এ বছর সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যাবেযুক্তরাজ্যের। তারপরের দিন, অর্থাৎ অক্টোবরের প্রথম দিনি থেকে যুক্তরাজ্যযেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রসেসিং হবে ভারতের রাজধানী নয়াদিল্লিথেকে।

ভিসা প্রসেসিং প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তর নিয়ে একবিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে ব্রিটিশ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষবিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিসা প্রসেসিং সেন্টারের সংখ্যা কমিয়ে আনারসিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ব্রিটিশ করদাতাদের অর্থ সাশ্রয়েরবিষয়টি অন্যতম প্রধান কারণ।ফলে ১ অক্টোবর থেকে বাংলাদেশে আবেদনকরা সব ভিসা আবেদন নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশনের ভিসা শাখা পর্যালোচনাকরবে। ব্রিটিশ হাইকমিশন থেকে ভিসাপ্রার্থীদের আশ্বস্ত করে বলা হয়েছে, ভিসারআবেদন আগের মতোই ঢাকা ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গ্রহণ করাহবে। ভিসা ফিসহ আনুষঙ্গিক সব খরচও বর্তমান অঙ্কের মধ্যেই থাকবে। ভিসাপাওয়ার সময়সীমাও পরিবর্তন হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী সেটেলমেন্ট আবেদন১৫ দিন এবং নন সেটেলমেন্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। এ ছাড়াওভিসার জন্য কোনো আবেদনকারীকেই দিল্লি যেতে হবে না। আবেদনকারীদেরপাসপোর্টও বাংলাদেশে থাকবে। শুধু সিদ্ধান্ত আসবে দিল্লিতে অবস্থিত ব্রিটিশহাইকমিশন থেকে।