শেষ ম্যাচেও জিতেও পর্তুগালের বিদায়

 

মাথাভাঙ্গা মনিটর: বিদায় পর্তুগাল। শেষ ম্যাচে ২-১ গোলে ঘানার সাথে জয় পায় দলটি। জিগ্রুপেরখেলা শেষে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের পয়েন্ট হয় সমান চার। গোল ব্যবধানেএগিয়ে থাকায় যুক্তরাষ্ট্রেই পায় ২য় রাউন্ডের টিকিট।খেলার ৩১ মিনিটে ঘানার খেলোয়াড় বোয়ের আত্মঘাতী গোলে পর্তুগাল এগিয়ে যায়।পর্তুগালের রক্ষণ ভাগ ভেঙে ঘানা গোলটি পরিশোধ করেছে। খেলার ৫৭ মিনিটে এ গোলটি করেন কে. অ্যাসামোয়াহ।৮০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৬১ মিনিটে আইয়ু খুব কাছে থেকে পর্তুগালের জালে বল পাঠাতে ব্যর্থ হন।খেলার ৮ মিনিট মাথায় পর্তুগালের তারকা খেলোয়াড় রোনালদো একটি ভালো সুযোগ পান। কিন্তু বল লক্ষ্যচ্যুত হয়।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাজিলের রেসিফে এ খেলা শুরু হয়।শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এ ম্যাচে ঘানার দল থেকে বহিষ্কৃত হয়েছেন সুলি মুনতারি ও কেভিন-প্রিন্স বোয়েটেং।একবিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েসন জানায়, ম্যাচ ফি না পাওয়ায় মঙ্গলবার এককর্মকর্তাকে চড় মারেন এসি মিলান তারকা মুনতারি। কোচ কোয়েসি আপিয়াহেরসঙ্গে বাজে ভাষায় কথা বলেন বোয়াটেং।