শেষ বিকেলের হাসি জিম্বাবুয়ের

 

স্টাফ রিপোর্টার: সকালে দ্রুততম সময়ে ৩টি উইকেট পড়ে যাওয়ার সময় মনে হয়েছিলো জিম্বাবুয়ে আজ (গতকাল) সারাদিন পার করতে পারবে না। অলআউট হয়ে যাবে সফরকারীরা। মাত্র ১৮৯ রানে ৫ উইকেট পতনের পর মাসাকাদজা নামক দেয়ালটা সে আশা ভঙ্গ করে দিয়েছে। তার ব্যাটের ওপর নির্ভর করে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে। খুলনা টেস্টের তৃতীয় দিনের খেলায় জিম্বাবুয়ের তাদের প্রথম ইনিংসে ৩৩১ রান সংগ্রহ করেছে। এখন তারা বাংলাদেশের সংগ্রহ থেকে মাত্র ১০২ রান পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে আরো ৫ উইকেট। এর আগে খুলনা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফলোঅনের শংকায় পড়েছিলো সফরকারী জিম্বাবুয়ে। মাত্র ১৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো সফরকারীরা। এরপর মাসাকাদজার সাথে জুটি বাঁধেন চাকাভা। এ পর্যন্ত ১৪২ রান করেছেন তারা। আজ বৃহস্পতিবার মাসাকাদজা ১৫৪ আর চাকাভার ৭৫ রান নিয়ে মাঠে নামবেন। ইতোমধ্যে এ জুটি বাংলাদেশি বোলারদের সাথে বেশ দাপট দেখিয়েই উইকেটে তাদের রাজত্ব কায়েম করেছেন একথা আর বলার অপেক্ষা রাখে না। যদিও মাসাকাদজাকে আউট করার দুটো সুযোগ নষ্ট হয়েছে ফিল্ডিং দূর্বলতায়। চা-বিরতির পূর্ব পর্যন্ত সফরকারীরা ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে। তামিম-সাকিবের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ করা ৪৩৩ রানের জবাবে টেস্টের আগের দিনের এক উইকেটে করা ৫৩ রান নিয়ে বুধবার তৃতীয় দিন ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। মাত্র ৩৮ রানের ব্যবধানে টেলর, ক্রেইগ আরভিন ও এল্টন চিগুম্বুরাকে সাজঘরে ফেরান সাকিব। অধিনায়ক ব্রেন্ডন টেলর ও অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। পরে সাকিব ঘূর্ণিতে আরো দুটি উইকেট পড়লে চাপে পড়ে সফরকারীরা।  বাংলাদেশের পক্ষে সাকিব ৩টি ও তাইজুল ২টি উইকেট শিকার করেছেন।  উল্লেখ্য, ঢাকা টেস্টের তিন উইকেটে জয় নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।