শিরিন আবারো যোগ দিলেন ইসলামিক সলডারিটি গেমসের কুস্তি ক্যাম্পে

 

 

স্টাফ রিপোর্টার: আজারবাইজানের বাকুতে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য ৪র্থ ইসলামিক সলিডারিটি গেমসের কুস্তি ক্যাম্পে যোগ দিয়েছেন ময়মনসিংহের মেয়ে শিরিন সুলতানা। কুস্তি ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত ওই ক্যাম্পে তিনজন নারী ও চারজন পুরুষ যোগ দিয়েছেন। শিরিন বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের প্রতিযোগিতায় স্বর্ণপদক, উদীয়মান খেলোয়াড় হিসেবে ২০১৩ রাষ্ট্রপতি সেবা পদক, ২০১২ সালে ইন্দো-বাংলা পদক এবং ভারতের কোলকাতায় ২০১২ সালে অনুষ্ঠিত ২য় ইন্দোবাংলা রেসলিংয়ে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ২০১৩ সালে দিল্লীতে গ্রান্ড ফিক্সড টুর্নামেন্টে তা¤্র পদক, ১২তম সাউথ এশিয়ান গেমস ২০১৬ রেসলিংয়ে রৌপ্য পদক লাভ করেন। ২০১৪ সালে  এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা নারী কুস্তিগীর। খেলাধুলার পাশাপাশি তিনি একজন সফল নারী উদ্যোক্তা ও পরিবেশবাদী। ময়মনসিংহের গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন ২০ হাজার মুরগীর বিশাল পোল্ট্রি খামার। একটি মৎস্য খামারও রয়েছে।