শিরিনের টাইমিং ১২.৯৯ সেকেন্ড

মাথাভাঙ্গা মনিটর: দেশে তিনি দ্রুততম মানবী, কিন্তু বিশ্ব অ্যাথলেটদের চেয়ে যোজন যোজন পিছিয়ে। তাই শিরিন আক্তার অলিম্পিক গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিটেই বাদ পড়বেন ধরে নেয়া হয়েছিলো। অনুমিতভাবে সেটাই হয়েছে। তবে গতকাল মূল হিটে যাওয়ার জন্য প্রাক-বাছাই হিটে নেমেই নিজের অবস্থানটা বুঝতে পারলেন এ অ্যাথলেট। টাইমিং করেছেন ১২.৯৯ সেকেন্ড। আটজনে হয়েছেন পঞ্চম। তাই আর মূল হিটে যাওয়া হয়নি। প্রাক্‌-বাছাইয়েই বিদায়। ২৪ জনের ওই প্রাক-বাছাই হিটে শিরিন ১৭তম। এবার মূল হিটের আগে প্রাক-বাছাই হিট হয়েছে তিনটি। প্রতিটি থেকে প্রথম দুজন মূল হিটে উঠেছেন। এছাড়া ভালো টাইমিং করায় মূল হিটে যান আরও দুজন। শিরিনের হিটে ১২.২৪ ও ১২.৩৪ টাইমিং নিয়ে মূল হিটে উঠেছেন সিয়েরা লিওনের হাফসাতু কামারা ও ফিজির সিসিলা সিভুলা। ১৪.০২ সময় নিয়ে এ হিটে সবার শেষে ছিলেন আফগানিস্তানের কামিয়া ইউসুফি।