শাস্ত্রীই কোচ কোহলিদের!

 

মাথাভাঙ্গা মনিটর: কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের চাপে শেষ পর্যন্ত কোচের নাম ঘোষণা করতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিরাট কোহলির জন্য আর অপেক্ষা করা হলো না। কোহলির পছন্দের কথা মাথায় রেখেই নেয়া হলো রবি শাস্ত্রীকে। তাকে সরিয়েই গত বছর নিয়ে আসা হয়েছিলো অনিল কুম্বলেকে। এ নিয়ে কম জলঘোলা হয়নি। আবার কুম্বলেকে সরিয়ে ভারতীয় দলের দায়িত্ব উঠলো শাস্ত্রীর হাতে। জয় হলো কোহলি-শাস্ত্রী জুটির। আগেই ক্রিকেট উপদেষ্টা কমিটি জানিয়ে দিয়েছিলো, কুম্বলের পর আর এক বছরের চুক্তিতে যাবে না তারা। পরের কোচকে দু বছরের চুক্তিতে নেয়া হবে, সেটাও নিশ্চিত ছিলো। কিন্তু ইন্টারভিউয়ের পর গত সোমবার সংবাদ সম্মেলনে উপদেষ্টা কমিটির পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিয়েছিলেন, তাড়াহুড়ো করে তারা কোনো সিদ্ধান্ত নিতে চান না। সামনে ২০১৯ বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হবে আগামী বছর। যাতে এক কোচ রেখেই সেই পথে এগোনো যায়, সেই চেষ্টাই ছিলো বিসিসিআইয়ের। তার মধ্যে দেশে নেই কোহলি। তার মতামতও জানার কথা ছিলো কোচ প্রসঙ্গে। কিন্তু কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর গত মঙ্গলবার নির্দেশ দেয়, আজই ঘোষণা করতে হবে কোচের নাম। তার কয়েক ঘণ্টার মধ্যে রবি শাস্ত্রীর নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

শাস্ত্রীই যে কোচ হবেন, এ নিয়ে জল্পনা ছিলো। এটাও পরিষ্কার ছিলো যে, কোহলি ও তার পথ ধরে দলের বেশিরভাগ সদস্যই চাইছেন শাস্ত্রীকে। তার অনেক আগে থেকেই কোহলি-কুম্বলে সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিলো। বন্ধ ছিলো বাক্যালাপ। চ্যাম্পিয়ন্স ট্রুফি শেষে নিজেই সরে দাঁড়ান কুম্বলে। কোচহীন অবস্থায়ই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। শ্রীলঙ্কা সফরের আগে কোচ পেয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। এ খবরে খুশি হবেন কোহলি