শাস্তি পেলেন তামিম-লিটন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে আশোভন আচরণের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটরক্ষক লিটন কুমার দাসকে। একটি আউট না দেয়াকে কেন্দ্র করে মাঠে আম্পায়ারকে জেরা করেছেন তামিম। তাই কোড অব কন্ডাক্ট ভাঙার অপরাধে জরিমানা করা হয় তামিমকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার। শুধু তামিম নন, একই পরিমাণ জরিমানা গুণবেন লিটনও। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে একটুর জন্য বেঁচে গেছেন তামিম-লিটন।

বিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী এটা লেভেল দুই মাত্রার অপরাধ। অনুচ্ছেদ ২.২.৫ অনুযায়ী ৫০ শতাংশ জরিমানা করা হয় তাদের। আম্পায়ারের সিদ্ধান্তে তীব্রভাবে ভিন্ন মত পোষণ করা এবং দুর্ব্যবহারের অপরাধে এই শাস্তি পেয়েছেন জাতীয় দলের দুই খেলোয়াড়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার রানমোরে মার্টিনেজ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলী খান ও চতুর্থ আম্পায়ার মোজাহিদুজ্জামান। ২.২.৫ অনুচ্ছেদ অনুযায়ী লিটন ও তামিমকে বিপক্ষে শৃঙ্খলা ভঙের অভিযোগ আনা হয়। আজ সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।