শাস্তি কমাতে আশরাফুলের আপিল

স্টাফ রিপোর্টার: বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল শাস্তি কমাতে আপিল করেছেন।বিসিবিডিসিপ্লিনারি প্যানেলের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদের কাছে আপিলকরেছেন ১০ বছরের জন্য নিষিদ্ধ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাবচৌধুরীও।দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।আশরাফুল বলেন, আমার আইনজীবী ডিসিপ্লিনারি কমিটির প্রধানের কাছেআপিলের কাগজপত্র পাঠিয়েছে। আট বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আমি খেলায় ফিরতেচাই।বিসিবির দুর্নীতি বিরোধী নীতিমালা অনুয়ায়ী দু ধাপে আপিল করা যায়।প্রথমটি বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যানের কাছে আর দ্বিতীয়টিসুইজারল্যান্ডে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।গত মঙ্গলবার আপিলের নির্ধারিতসময়ের শেষ দিন বিসিবি ও আইসিসিও আপিল করেছে বলে জানান বিসিবির ভারপ্রাপ্ত প্রধাননির্বাহী নিজাম উদ্দির চৌধুরী।গত বছরের ১৩ মে থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেনআশরাফুল। নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার হিসেব হবে সেই দিন থেকেই।২৬ফেব্রুয়ারি তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায়ে নির্দোষপ্রমাণিত হন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনারমোশাররফ হোসেন ও পেসার মাহবুবুল আলম। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিমচৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেনস্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হন।সংক্ষিপ্ত রায়ের পর এক যৌথ বিবৃতিতে হতাশাও বিস্ময় প্রকাশ করেছিলো আইসিসি ও বিসিবি। দুটি সংস্থাই জানিয়েছিলো,রায়ের বিস্তারিতপাওয়ার অপেক্ষায় করছেন তারা।গত ৮ জুন জানানো হয় বিস্তারিত রায়। আর ১৮ জুনদোষীদের শাস্তি ঘোষণা করা হয়।আশরাফুল ও শিহাবের পাশাপাশি শ্রীলঙ্কার কৌশললুকুয়ারাচ্চিকে ১৮ মাস ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্টকে ৩৬ মাসেরজন্য নিষিদ্ধ করা হয়।গত ১৩ আগস্টে রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবিরযৌথ সংবাদ সম্মেলনে বিপিএলে ম্যাচ পাতানোর জন্য জড়িত থাকায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগগঠন করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।এরপর ১৪ অক্টোবরআইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকেডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি। তিনি বিধি অনুযায়ীডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য নিয়োগ করেন।১০ নভেম্বর প্যানেলেরচেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যেরদুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন।গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানিশুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল