শারীরিক প্রতিবন্ধীদের টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শারীরিক প্রতিবন্ধীদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমির ওভাল মাঠে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মো. আলম খান।

খেলতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে বাংলাদেশ ১৯ ওভার ৫ বলে ১০৫ রান তুলে সবগুলো উইকেট হারায়। ব্যাট হাতে ২২ রান এবং বল হাতে তিন উইকেট পাওয়া পাকিস্তানের খেলোয়াড় নিহার আলম ম্যান অব দ্য ম্যাচ হন। পাকিস্তানের সঙ্গে ম্যাচের পর ইংল্যান্ডের সঙ্গে আরেকটি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এবার টসে জিতে বাংলাদেশের অধিনায়ক আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে এ টুর্নামেন্টের ফাইনালের আগে প্রতিটি দল অপর দু দলের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে। প্রথম ম‌্যাচে ইংল‌্যান্ড ও দ্বিতীয় ম‌্যাচে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের লড়াইয়ে টিকে থাকার জন‌্য পরের দুটি ম‌্যাচে জয় পাওয়ার বিকল্প নেই।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে গত বছর শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে ঢাকায়। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নেয় ভারত ও আফগানিস্তান। ওই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ১৯ রানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ওই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেই আয়োজন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। সফল সেই আয়োজনের সুখস্মৃতি থেকেই দুবাইয়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একাডেমি। আইসিআরসি বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে।