শাকিরার হ্যাট্রিক- বিশ্বকাপের সমাপনীতে লা লা লা

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলবিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ফুটবল পাগল সুপারস্টার শাকিরা তার গাওয়া লালা লা গানের সাথে পারফর্ম করবেন। ১৩ জুলাই সমাপনী অনুষ্ঠান হবে রিও ডিজেনিরোতে। শাকিরার এটি হবে বিশ্বকাপের সমাপনীতে হ্যাটট্রিক পারফরমেন্স। কারণতিনি ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপ সমাপনীতেও পারফর্ম করেন। তবে শাকিরারনিজের দেশ কলম্বিয়া যদি থাকতে পারে সেই বিজয় মঞ্চে তাহলে সেটি হবে তার জন্যবিশেষ পাওয়া।কলম্বিয়ান এ পপ সুপারস্টারের স্বামী স্প্যানিশ ফুটবলতারকা জেরার্ড পিকে। পিকে মনে করেন, কলম্বিয়াই ব্রাজিলকে হারিয়ে খেলবে ২০তমবিশ্বকাপের ফাইনাল।মারাকানা স্টেডিয়ামেবিশ্বকাপে নতুন কোনো দল বিজয় মুকুট পরবে। সেটা হবে ফুটবলের বড় একটি উৎসব।আর সেই অনুষ্ঠানে নিজের গান পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন লাস্যময়ী গায়িকাশাকিরা।বিশ্বকাপের এবারের  থিম সং ‘উই আর ওয়ান (ওলে ওলা)’,যাতে অংশনিয়েছেন পিটবুল,জেনিফার লোপেজ এবং ক্লডিয়া লিটি,এর চেয়ে বেশি জনপ্রিয়তাপেয়েছে শাকিরার লা লা লা।বিলবোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, লা লা লাবিলবোর্ড হট ১০০ তালিকায় বর্তমানে ৫৩ নাম্বারে অবস্থান করছে। ‘ওলে ওলা’ মাত্র তিন সপ্তা এ তালিকায় থাকার পর তালিকার বাইরে চলে যায়।