শচীনের অবসর নিয়ে বোর্ডের জটলা খুলল

মাথাভাঙ্গা মনিটর: দুশতম টেস্ট খেলে শচীন টেন্ডুলকারকে অবসরে পাঠাতে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। গত সোমবার এমন প্রতিবেদন ছাপিয়ে মুম্বাই মিরর বেশ সরগরম ফেলেছিলো শচীন ভক্তদের মাঝে। অবশেষে এ খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বোর্ড সেক্রেটারি সঞ্জয় প্যাটেল। শীর্ষস্থানীয় এ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানালেন, শচীনের মতো সিনিয়র ব্যাটসম্যান নিজেই তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটা তার বিশেষ অধিকার। মুম্বাই মিরর’র প্রতিবেদন নিয়ে প্যাটেল তীব্র প্রতিক্রিয়া জানালেন, এটা পুরোপুরি অযৌক্তিক ও বাজে খবর। আমি আপনাদের বলছি, এ সিদ্ধান্ত নেয়া শচীন টেন্ডুলকারের বিশেষ অধিকার। তার অবসর নিয়ে বোর্ড কথা বলবে না, তাকে  নিতেও বলবে না। সে একজন সেরা খেলোয়াড়, বোর্ড তার সাথে এমন কাজ কখনও করবে না। এ ধরনের কল্পনাপ্রসূত প্রতিবেদন প্রকাশ না করতে সংবাদকর্মীদের আহ্বান জানালেন প্যাটেল, সংবাদমাধ্যমের এ ধরনের খবরকে আমরা গুরুত্ব দেই। আমি মিডিয়া কর্মীদের আহ্বান করছি, দয়া করে অনুমানের ওপর নির্ভর করে ভুল প্রতিবেদন প্রকাশ করবেন না।

ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার দায়ভার পুরোপুরি শচীন ও পাঁচ সদস্যের নির্বাচক প্যানেলের, আর কারও নয় জানালেন বিসিসিআই সেক্রেটারি, ‘এটা পুরোপুরি শচীন টেন্ডুলকার ও নির্বাচকদের ওপর নির্ভর করছে। নির্বাচকদের উচিত তাকে দলে নেয়া ও শচীনের উচিত খেলার জন্য প্রস্তুত থাকা। নিজ ইচ্ছায় শচীন যে সিদ্ধান্ত নেবে তাতেই খুশি থাকবে বোর্ড।