লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক ॥ এতে শরীর ও মন ভালো থাকে

গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক। এতে শরীর ও মন ভালো থাকে। প্রতিটি শিক্ষার্থীকে মৌলিক জ্ঞান অর্জন করতে হবে, বাল্যবিয়েকে না বলে তার প্রতিবাদ করতে হবে, শিক্ষাখাতে আমাদের অবদান এশিয়ার মধ্যে প্রথম, বর্তমানে বাংলাদেশ একটি রোল মডেল। বিদ্যালয়ে কোনো প্রকার গাইড বই ব্যবহার করা যাবে না। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যাক্ষ মাহাবুল ইসলাম সেলিম, গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সাহাবুল হক, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ, জহুরুল ইসলাম, আশেকে রাসুল মিলন, সহকারী প্রধান শিক্ষক ইস্পেয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, নাসির উদ্দিন, আশরাফ আলী, তাজুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসী, আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি পরিচালনা করেন কম্পিউটার শিক্ষক বেলাল হোসেন ও শফিউদ্দিন টিটু।