লিভারপুলের কষ্টের জয়

মাথাভাঙ্গা মনিটর: কঠিন লড়াই করে হলেও জয় দিয়েই নতুন মরসুম শুরু করলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে দলটি।গত মৌসুমে লিভারপুলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করা লুইস সুয়ারেসঅ্যানফিল্ড ছেড়ে যাওয়ায় সমর্থকদের কিছুটা দুশ্চিন্তা তো ছিলোই। গতকাল রোববার ঘরেরমাঠে প্রতিপক্ষের লড়াকু মনোভাবে তাদের কপালে হয়তো একটু চিন্তার ভাজও পড়েছিলো।শেষ পর্যন্ত অবশ্য রাহিম স্টার্লিং ও ড্যানিয়েল স্টারিজের গোলে জয় নিয়েইমাঠ ছাড়ে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।অ্যানফিল্ডে স্টার্লিংয়েরগোলে ২৩তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে স্বদেশি মিডফিল্ডারজর্ডান হেন্ডারসনের দেয়া লম্বা পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে একডিফেন্ডারকে এড়িয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের মিডফিল্ডারস্টার্লিং।তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই স্বাগতিকদের সীমানায় দখলবাড়াতে থাকে অতিথিরা। সাফল্য পেতেও দেরি হয়নি তাদের। ৫৬তম মিনিটে ডিফেন্ডারন্যাথ্যানিয়েল ক্লাইনের গোলে ম্যাচে ফেরে তারা।ছয় মিনিট বাদে এগিয়েও যেতে পারতো সাউথহ্যাম্পটন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন স্টিভেন ডেভিস।এরপর৭৯তম মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলে আবারো এগিয়ে যায় গত মরসুমেররানারআপ লিভারপুল। প্রথম গোলদাতা স্টার্লিংয়ের হেড থেকে বাঁপায়ের শটে বলজালে জড়ান ২৪ বছর বয়সী স্ট্রাইকার স্টারিজ।দ্বিতীয়বারের মতোপিছিয়ে পড়েও অতিথি দলটি কিন্তু হাল ছাড়েনি। নির্ধারিত সময় শেষের দুই মিনিটআগে দারুণ একটি সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু ফরাসি মিডফিল্ডার মর্গানস্নিদেরলাঁর প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে।