লা লিগায় রামোসের লাল কার্ডের রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদের হয়ে ১৮তম লালকার্ড পাওয়ায় লা লিগার ইতিহাসে সর্বাধিক লালকার্ডের রেকর্ড স্পর্শ করেছেন অধিনায়ক সার্জিও রামোস। ডিপোর্তিভো লা করুনার বিপক্ষে গত রোববার লিগের প্রথম ম্যাচে একেবারে শেষ মুহূর্তে রামোস দ্বিতীয় হলুদ কার্ড পান। ম্যাচে মাদ্রিদ ৩-০ গোলের জয় তুলে নেয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে গ্যারেথ বেল, কাসেমিরো ও টনি ক্রুস দলের পক্ষে গোল তিনটি করেছেন। কিন্তু পুরো ম্যাচেই রামোস বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েন। ৫৩ মিনিটে প্রথমবার ডিপোর ডিফেন্ডার ফাবিয়ান শারের মুখে হাত দিয়ে ধাক্কা দেবার অপরাধে তিনি লাল কার্ড না পেলেও হলুদ কার্ড পান।

এরপর স্টপেজ টাইমে বোরজা ভালেকে ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন। ৩১ বছর বয়সী রামোস লাল কার্ড প্রাপ্তির ক্ষেত্রে এখন বার্সেলোনা ও সেভিয়া সাবেক ডিফেন্ডার পারবলো আলফারো ও রিয়াল জারাগোজার কিংবদন্তী জাভি অগাডোর ১৮ লাল কার্ডকে স্পর্শ করলেন।