লা লিগার শুরুতেই অনিশ্চিত নেইমার

মাথাভাঙ্গা মনিটর:ব্রাজিল বিশ্বকাপে মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পাওয়ানেইমার আবারো চোট পেয়েছেন। গোড়ালিতে ব্যথার কারণে লা লিগায় দলের প্রথমম্যাচে তাই ব্রাজিলের এই তারকার খেলা নাও হতে পারে।নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বার্সেলোনা নেইমারের চোট পাওয়ারখবরটি জানিয়েছে। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপাপুনরুদ্ধারের অভিযান শুরু করবে জনপ্রিয় দলটি।
বিবৃতিতে বার্সেলোনাজানায়, বৃহস্পতিবারের অনুশীলনে নেইমার তার বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা অনুভবহওয়ার কথা জানায়। পরে পরীক্ষায় তার পায়ে চোট ধরা পরে। ক্লাবের চিকিৎসকরাজানিয়েছে, নেইমার কত দ্রুত চোট থেকে সেরে ওঠে সেটার ওপরই তার অনুশীলনে ফেরানির্ভর করছে।কশেরুকার চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর গত সোমবারমেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে গাম্পের ট্রফির ম্যাচ দিয়ে খেলায় ফেরেনবিশ্বকাপে চার গোল করা নেইমার। ক্যাম্প নউয়ের ওই ম্যাচে জোড়া গোল করে দলের৬-০ গোলের জয়ে বড় অবদানও রাখেন তিনি।আজ শুরু হচ্ছে লা লিগার এ মরসুমের লড়াই।