লালকার্ড দেখানোয় রেফারিকে খুন : খেলোয়াড় পলাতক

মাথাভাঙ্গা মনিটর: লাল কার্ড দেখানোয় আর্জেন্টিনায় এক রেফারিকে খুন করেছেন খেলোয়াড়। ঘাতক ওই তরুণ ফুটবলার এখনও পলাতক রয়েছেন। ২৫ বছর বয়সী এ খেলোয়াড়ের গুলিতে আরেক জন ফুটবলার আহত হন।

প্রতিপক্ষের এক জনকে ফাউল করায় ওই খেলোয়াড়কে লালকার্ড দেখান রেফারি। পুলিশ জানায়, বহিষ্কৃত ওই খেলোয়াড় ব্যাগ থেকে অস্ত্র নিয়ে মাঠে দৌড়ে গিয়ে রেফারিকে পরপর তিনটি গুলি করেন, যা তার মাথায়, বুকে ও ঘাড়ে আঘাত করে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত রোববার আর্জেন্টিনার করোদোবা শহরে। ৪৮ বছর বয়সী মৃত রেফারির নাম সিজার ফ্লোরেস। মারাত্মক আঘাত পাওয়া ওয়াল্টার সারাতে নামের ফুটবলারকে সাথে সাথে হাসপাতালে নেয়া হয়, তবে এখন তিনি শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, সব কিছুই ম্যাচ চলার সময় ঘটেছে। আমরা জানি না, কি হয়েছিলো। কিন্তু ওই খেলোয়াড় ক্ষুব্ধ ছিলো এবং অস্ত্র এনে রেফারিকে খুন করে।