র‌্যাংকিং শীর্ষে সানিয়া : মোদীর অভিনন্দন

মাথাভাঙ্গা মনিটর: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা মহিলা দ্বৈতের ৱ্যাংকিং শীর্ষ হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গতকাল সোমবার সানিয়ার এ সাফল্যকে দারুণ এক অর্জন বলে উল্লেখ করে টুইট করেন, এটা দারুণ এক অর্জন। সানিয়া সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে রবিবার সাউথ ক্যারোলিনার চার্লসটনে ফ্যামিলি সার্কেল শিরোপা জিতে দ্বৈত ৱ্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে। ভারতের এ টেনিস সেনসেশনের সাফল্যে অভিন্দন জানিয়েছেন দেশটির কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিক পত্নী সানিয়াকে অভিনন্দন জানাতে ভুলেননি ভারতের বর্তমান টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিও।

সানিয়া-হিঙ্গিস জুটি এটা নিয়ে টানা তিনটি দ্বৈত শিরোপা জিতলেন। সব মিলিয়ে এই জুটির জেতা ডব্লিউটিএ শিরোপার সংখ্যা দাঁড়ালো ২৫টিতে। ২৮ বছর বয়সী সানিয়া ২০১২ সালে কব্জিতে পুনরায় চোট পেলে শুধু দ্বৈত প্রতিযোগিতাই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মহিলা এককে এই টেনিস তারকার সর্বোচ্চ সাফল্য ২০০৭ সালে ৱ্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে পৌঁছানো।