রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টের অমীমাংসিতঃউভয় দলের খেলোয়ারেরা মাঠের মধ্যে ১০ মিনিট

 

খেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় রেফারির শেষবাসি

ভালাইপুর প্রতিনিধি/খাদিমপুর প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টের উদ্যোগে রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন মিয়ার সহযোগিতায় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় ভালাইপুর দুবাই স্টার ও দামুড়হুদা কুড়ুলগাছির মোহামেডান স্পোর্টিং ক্লাব কুড়ুলগাছির মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। মাঠে হাজার দর্শকে উপচেপড়া ভিড়ে খেলায় ভালাইপুর দুবাই স্টার ৩-১ গোলে জয়লাভ করে। খেলার মাঠে উদ্বোধনী পর্বে উপস্থিত থেকে উৎসাহিত করেন রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারীখেলা কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন মিয়া,জুডানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ক্রীড়ামোদী দুবাই প্রবাসী দুবাই স্টারের স্বত্বাধিকারী মামুন মিয়া,আলমগীর হোসেন, মজিবার রহমান, হাবিবুর রহমান,আলামিন, আব্দুর রহিম, সেলিম হোসেন, জাহিদুল ইসলাম, আজিজুল হক, সাইফুল ইসলাম, মশিউর রহমান টানু,মহিউদ্দিন ময়েন,খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক ইলিয়াছ,তানু, আলামিন, জুয়েল, ইসরাইল হোসেন, সিরাজুল ইসলাম, এনামুল কবীর জিপসী, যুগ্মসম্পাদক শাহিনুজ্জামান, আব্দুল ওহাব, আলী হোসেন লাড্ডু, সাইদুর রহমান লিপু, মোল্লা রকিবুল্লাহ, মোস্তাফিজুর রহমান, খুরশীদ আলম, আল আমিন, আব্দুল ওহাব, মামুন হোসেন, ইসরাইল হোসেন, সেলিম উদ্দিন খুশি, সজির হোসেন, রুহুর আমীন প্রমুখ।

এদিকে ভালাইপুর দুবাই স্টারের পক্ষের তৃতীয় গোলটি নিয়ে বিতর্ক সৃষ্ট হয়েছে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে তৃতীয় গোলটি সহকারী রেফারির সিদ্ধান্তের আলোকে রেফারি গোলের বাঁশি দিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কুড়ুলগাছির খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়এবং অমীমাংসিতভাবেই উভয় দলের খেলোয়াড়রা মাঠের মধ্যে বসে থাকাবস্থায় খেলার নির্ধারিত ৯০ মিনিট হওয়ায় রেফারির শেষবাঁশি বাজান ও খেলা শেষ করে।