রোহিতের শতকে ভারতের বড় জয়

মাথাভাঙ্গা মনিটর: ভারতকে হারিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি নিতে চেয়েছিলো আফগানিস্তান। তা আর হয়নি। রোহিত শর্মার শতকে ১৫৩ রানের বড় ব্যবধানে হেরেছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। গত মঙ্গলবার অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৬৪ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ২১১ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি আফগানিস্তানের। নওরোজ গত মঙ্গলের ৬০ ও উসমান গনির ৪৪ রানের সুবাদে এক সময়ে তাদের সংগ্রহ ছিলো ২ উইকেটে ১৫৩ রান। এ দু ব্যাটসম্যানই সহজ ক্যাচ দিয়েই বেঁচে যান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় ব্যবধানে হার এড়াতে পারেনি তারা। ভারতের মোহিত শর্মা ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। এর আগে হামিদ হাসান ও দৌলত জাদরানের দাপটে শুরুটা ভালো হয়নি ভারতের। হাসানের বলে বোল্ড হয়ে যান চার রান করা শিখর ধাওয়ান। বিরাট কোহলিকে (৫) উইকেটরক্ষকের গ্লাভসবন্দি করেন দৌলত। দ্রুত উইকেট পড়ায় বিশ্বকাপের আগে ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়েছিলেন কোহলি। কিন্তু দৌলতের আউটসুইঙ্গারে সহজ ক্যাচ দিয়ে তা কাজে লাগাতে পারেননি। ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের অন্যতম ব্যাটিং ভরসা কোহলির। প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে মিলিয়ে তার শেষ ছয় ম্যাচের স্কোর হলো- ৫, ১৮, ৮, ৩*, ৪, ৯। ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারত শিবিরে স্বস্তি ফেরানোর কৃতিত্ব রোহিত ও সুরেশ রায়নার। তৃতীয় উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন এই দুই জনে। রায়নার (৭৫) রান আউটে ভাঙে ২৪ ওভার ৩ বল স্থায়ী জুটি। এই বাঁহাতি ব্যাটসম্যানের ৭১ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ৩টি ছক্কায়। চতুর্থ উইকেটে অজিঙ্কা রাহানের সাথে ৯৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন রোহিত। মোহাম্মদ নবির শিকারে পরিণত হওয়ার আগে ১৫০ রান করেন রোহিত। তার ১২২ বলের ইনিংসটি ১২টি চার ও ৭টি ছক্কা সমৃদ্ধ। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১০) দ্রুত ফিরে গেলেও রবিন্দ্র জাদেজাকে নিয়ে দলের সংগ্রহ সাড়ে তিনশ’ পার করেন রাহানে। জাদেজা ১১ ও রাহানে ৮৮ রানে অপরাজিত থাকেন। তার ৬১ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ১২টি চার ও ২টি ছক্কায়। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০৬ রানে হেরেছিলো ধোনির দল। অ্যাডিলেইডের এ মাঠেই আগামী রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে ১৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে খেলবে আফগানিস্তান।