রোবেনের ছেলের হৃদয়ছোঁয়া কান্না

 

মাথাভাঙ্গা মনিটর: অ্যারিয়েন রোবেন। বল তার পায়ে খুঁজে পায় জীবন। বিশ্বফুটবলের অন্যতম বড় তারকাও। হল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শেষে এক ট্রাজিকহিরোর নাম। পুরো ম্যাচে দুরন্ত পারফরমেন্স প্রদর্শন করেও জেতাতে পারেননিদলকে। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর ভগ্ন হৃদয়েই বিশ্বকাপঅভিযান শেষ করেছেন এক মহানায়ক। তবে নিয়তির এ নিষ্ঠুরতা সহ্য করতে পারলো নাছয় বছরের এক শিশুও। শিশুটি আর কেউ নয়, আরিয়েন রোবেনের বড় ছেলে। রোবেনেরস্ত্রী বেরনাদিন এইলার্ট ছেলেকে নিয়ে মাঠঘেঁষা গ্যালারিতে খেলা দেখছিলেন।ম্যাচের শেষে রোবেন খেয়াল করলেন,ভীষণ কান্নাকাটি করছে তার ছেলে। বিষণ্ণমনে সেদিকে হেঁটে গেলেন ডাচ ফরোয়ার্ড। খানিকটা সান্তনা দিয়ে ফিরে এলেনমাঠে। তাতেও প্রবোধ মানলো না পুত্রের মন। কেবল রোবেন-পুত্র কেন,ডাচদের এহার যেকোনো সমর্থকদের পক্ষেই তো মেনে নেয়া কঠিন। ডাচদের কাছে বিশ্বকাপ যেআরও একবার কাছে এসেও সরে গেল অনেক দূরেই।