রোনালদোর জোড়া গোলে তছনছ বায়ার্ন

 

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। গত বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। তবে টনি ক্রুসের ক্রসে বেনজেমার হেডে বল ন্যয়ারের হাতে লেগে ক্রসবারে লাগে। ম্যাচের ২৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ভিদাল। থিয়গোর কর্নার থেকে ভিদালের সে শট বুলেট গতিতে ঢুকল রিয়ালের জালে।

বিরতি থেকে ফিরে সমতা ফেরায় রিয়াল। ৪৭ মিনিটে কারভাহালের নিখুঁত ক্রসে বল জালে জড়িয়ে সাত মাসের গোল খরা কাটান রোনালদো। ৫৫ মিনিটেই স্কোরটা ২-১ হতে পারত। কিন্তু গ্যারেথ বেলের হেড থেকে আবারও দলকে রক্ষা করেন নয়্যার। কিন্তু ৩ মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখে ডিফেন্ডার জাভি মার্টিনেজ নিশ্চিত করেন শেষ ২৯ মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে বায়ার্নকে! ৫৭ মিনিটে বেল নেমে গেলেও বাড়তি এক খেলোয়াড়ের সুবিধা নিয়ে বেনজেমা-রোনালদো রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বায়ার্নকে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করেছে রিয়াল। ৭৫ মিনিটে রোনালদোর জোরালো শটটা জালে গেল না নয়্যারের আরেকটা দুর্দান্ত সেভে। ২ মিনিট পরে অবশ্য আর পারেননি। মার্কো এসেনসিওর ক্রসটা দেখেই বেড়িয়ে এলেন সেই ‘শিকারি’ রোনালদো। ২-১ গোলে এগিয়ে গেল রিয়াল। ৯৩ মিনিটে হঠাৎ মাটিতে পড়ে না গেলে হ্যাটট্রিকটাও হয়ে যেতো রোনালদোর। চোটের কারণে রবার্ট লেভানডফস্কিকে পায়নি বায়ার্ন। তার পরিবর্তে নামা টমাস মুলার এ মরসুমে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। গতকালের ম্যাচের জোড়া গোলের উদযাপন দিয়েই ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর।