রোনালদোর গোল বন্যা

 

মাথাভাঙ্গা মনিটর: রোনালদোর গোলের বন্যায় এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে জিতেছে। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো গত মঙ্গলবার একাই ৪টি গোল করেন। যদিও ম্যাচের প্রথম দিকে রোনালদোর ভুলেই রিয়ালের বিপক্ষে এগিয়ে গিয়েছিলো এলচে। কিন্তু সেই ভুল যে তাকে এমনভাবে তাতিয়ে দেবে, সেটা বোধ হয় ভাবতে পারেননি দর্শকরা। হঠাৎ ভুলের দায়টাও খুব ভালোভাবেই মিটিয়ে নিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিকে। মোট ৯ গোল এই মুহূর্তে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন তিনিই। খেলার ১৫ মিনিটে রোনালদো ভুলে এলচে পায় পেনাল্টির সুযোগ। সে সুযোগ তারা মিস করেনি। এগিয়ে যায় ১-০ গোলে। কিন্তু সেটি আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরেই হামেস রদ্রিগেজে ক্রসে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান গ্যারেথ বেল। এর পরের গল্প শুধুই রোনালদোর। ২৮ মিনিটে পেনাল্টি থেকেই দলকে ২-১ গোলে এগিয়ে নেন রোনালদো। এর ঠিক চার মিনিট বাদেই মার্সেলোর ক্রস থেকে হেড নৈপূণ্যে আরও একটি গোল। ৮০ মিনিটে এলচের ডি-বক্সে ফাউলের স্বীকার হন রোনালদো নিজেই। এ ফাউলে রেফারি পেনাল্টির বাঁশি না বাজিয়ে পারেননি। ম্যাচে পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকে নিজের আরও একটি হ্যাটট্রিক পূরণ করতে রোনালদোর একেবারেই বেগ পেতে হয়নি। খেলার শেষ মুহূর্তে করা রোনালদোর চতুর্থ গোলটি ছিলো দারুণ দৃষ্টি নন্দন। বেলের পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণে ডান পায়ের প্লেসিং শটে রোনালদো রিয়ালকে এনে দেন চমৎকার এক জয়। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, আমি জানি গোল করা অনেক কঠিন এক কাজ। আমার দলের অন্য সতীর্থরা যদি ঠিকমতো পাসগুলো না বাড়াতো, তাহলে আমি হয়তো এই কৃতিত্বের ভাগিদার হতে পারতাম না। ৪ গোলের পুরো কৃতিত্বই তাদের। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, মরসুমের শুরুতে পাওয়া তিন সপ্তার বিশ্রামটা যে ওর দারুণ কাজে এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। ওই বিশ্রামেই নিজের সমস্যা, চোট সবকিছুকেই বিদায় করেছে রোনালদো। আনচেলত্তির মতে, বিশ্রামটা ওর প্রাপ্য ছিলো। তবে ভালো লাগছে যে বিশ্রামটা সে কাজে লাগিয়েছে দারুণ পেশাদারির সাথে। সে চোট থেকে মুক্ত হয়েছে। এই মুহূর্তে শারীরিক ও মানসিক দিক দিয়ে রোনালদো অনেক বেশি শক্তিশালী।