রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভসূচনা

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রামেন্দ্রনাথ পোর্দ্দার। জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, সাইদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন মধু, শহীদুল কদর জোয়ার্দ্দার, সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, সাইদুর রহমান মালিক, ফজলুল হক মালিক, শিক্ষক নেতা আ. সালাম প্রমুখ।

উদ্বোধনী দিনে বালক বিভাগে চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে জীবননগর বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শুভসূচনা করে। রেলবাজারের পক্ষে মোস্তাফিজুর রহমান একাই ৩টি গোল করে হ্যাট্টিক করে। ৪র্থ গোলটি করে রাসেল। বালক বিভাগের অপর ম্যাচে আলমডাঙ্গা উপজেলার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে দামুড়হুদা কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দামুড়হুদা কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও সদর উপজেলার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জীবননগর বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে জেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হওয়ায় বিদ্যালয়ের সভাপতি নাসির আহাদ জোর্য়াদ্দার ও প্রধান শিক্ষক লতিফুন্নেছা খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। আজ একই মাঠে বিকেল ৩টায় প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহনেওয়াজ ফারুক।