রেফারিকে ধাক্কা দেয়ায় ৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

 

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের প্রথম লেগে দ্বিতীয় কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার জন্য ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর ধাক্কা দেয়ার বিষয়টি নিয়ে ম্যাচের রেফারি রিকার্ডো ডি দে বার্গস বেনগোয়েক্সিয়ার দেয়া রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।

দুটো হলুদ কার্ড থাকায় ১ ম্যাচ ও রেফারিকে ধাক্কা দেয়ায় ৪ ম্যাচসহ মোট ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী বলা আছে, ‘খেলা চলাকালীন বা খেলা শেষ হবার পর কোন খেলোয়াড় রেফারির প্রতি সামান্য উগ্র আচরণ করলে সেটি অপরাধ হিসেবে গন্য হবে। এছাড়া ম্যাচ পরিচালনাকারী রেফারিদের শরীর স্পর্শ বা ধাক্কা দিলেই শাস্তি পেতে হবে খেলোয়াড়দের। যেই শাস্তি সর্বনিম্ন ৪ ম্যাচ ও সর্বোচ্চ ১২ ম্যাচও হতে পারে।