রেকর্ড রান করেও পারলো না বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: মুশফিক-সৌম্যর ফিফটি এবং মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯৩/৫ রানের রেকর্ড স্কোর গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নিজেদের ইতিহাস সেরা ইনিংস গড়েও পরাজয় এড়াতে পারেনি। বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর সহজেই ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। ৬ উইকটে জয় তুলে নিয়েছে হাথুরুসিংহের শিষ্যরা। আগে ব্যাট করে মুশফিকুর রহিম এবং সৌম্য সরকারের জোড়া ফিফটিতে ভর করে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অতিথিরা। এতোদিন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশর দলীয় সর্বোচ্চ স্কোর ছিল ১৯০/৫ রান। যেটা ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে করে টাইগাররা। গতকাল বৃহস্পতিবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন মুশফিক-সৌম্য-মাহমুদউল্লাহরা। শুধু রানের দিক থেকেই নয়! ভেন্যুর দিক থেকেও গতকাল বৃহস্পতিবার মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর গড়েন মাহমুদউল্লাহরা। এদিনের আগে টি-টোয়েন্টিতে শেরেবাংলায় বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোর ছিলো ১৮৯/৯। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে এই স্কোর গড়ে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।