রিহানার জার্মানিপ্রীতি

মাথাভাঙ্গা মনিটর: পর্দা নেমেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। তবেরয়ে গেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার রেশ। এবারের চ্যাম্পিয়ন জার্মানিরসবচেয়ে বড় ভক্ত হিসেবেই নিজেকে দাবি করছেন মার্কিন পপতারকা রিহানা।জার্মানি-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমটুইটারে অসংখ্য টুইট আর ছবিই তার প্রমাণ।৩ কোটি ৬০ লাখ ফলোয়ার নিয়ে টুইটারে জনপ্রিয়তায় ওপরের দিকেই আছেন এপপতারকা। জার্মানি-আর্জেন্টিনার চূড়ান্ত ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেনতিনি। আর সেখান থেকেই একের পর এক টুইট এবং ছবি পোস্ট করেছেন। এমনকি খেলারউত্তেজনায় নিজের অনাবৃত দেহের ছবিও টুইটারে পোস্ট করেন তিনি।ক্রমাগত করা টুইটগুলো অনেকে যেমন অনুসরণ করেছেন,অনেকে রিটুইটও করেছেন, অনেকে আবার রেখেছেন পছন্দের তালিকায়। ম্যাচ চলাকালীন করা ৩ কোটি টুইটেরপেছনে তারও বড় অবদান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।সেমিফাইনালেইব্রাজিলীয় খেলোয়াড় রোনালদোর বিশ্বকাপে করা সর্বোচ্চ ১৫টি গোলের রেকর্ড ভেঙেদেয়া মিরোস্লাভ ক্লোসার জন্য রিহানা জানিয়েছিলেন বিশেষ শুভকামনা। ‘ক্লোসাফর সেভেনটিন’ লেখা টুইটের মাধ্যমে তাকে আরও একটি গোল করার আবেদন জানান ২৬বছর বয়সী এ গায়িকা।আর্জেন্টিনার বারবার কাউন্টার অ্যাটাকে ভীত হয়ে তাদের তুলোধুনো করতেওছাড়েননি তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোট্‌জে গোল করলে জার্মানির এফরোয়ার্ডের নামে টুইটের বন্যা বইয়ে দেন এ তারকা।
                জার্মানি ১-০ গোলে ম্যাচ জিতে নেয়ার পর তিনি টুইট করেন, এটাই আমার জীবনের সবচেয়ে সেরা দিন।এমনকি ম্যাচ শেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলফিও তুলতে সমর্থ হন তিনি। টুইটারেছবি পোস্ট করে তিনি লেখেন,আমি কাপটি ছুঁয়ে দেখেছি,তুলে নিয়েছি নিজেরহাতে। কাঁপে চুমু খেয়েছি,সেলফি তুলেছি! এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতেপারে!এখানেই শেষ নয়,রিহানার জয়োৎসব। ড্রেসিং রুমে গিয়েখেলোয়াড়দের সাথে ছবিও তোলেন জার্মানির এ ‘বিরাট ভক্ত’। শোয়াইনস্টাইগার,ক্লোজা,ক্রুস,গোট্‌জের সাথে তোলা ছবিগুলোও তিনি ভক্তদের সাথে শেয়ারকরেন টুইটারের মাধ্যমে।