রিচার্ডসকে ছাড়িয়েও বিনয়ী আমলা

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ভিভ রিচার্ডসকে পিছনে ফেলে অতিদ্রুত ওয়ানডে ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করার রেকর্ডটি তার জন্য কিছুটা বিব্রতকর। ডারবানে গত রোববার ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ১৩৪ রানের জয়ে আমলা ১০০ রান করেন। এটি ছিলো তার ১২তম ওয়ানডে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই জিতে নেয়। হাশিম আমলা এ ম্যাচে ৫৯তম রান করার সাথে সাথেই সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকে পৌঁছে যান। ক্যারিবীয় রিচার্ডসের চেয়ে সাত ইনিংস কম খেলে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। এ পর্যন্ত ৮৩টি ওয়ানডে খেলে ৫৩.৮৮ গড়ে ৮১ ইনিংস খেলা আমলার মোট রান ৪৪৮১। রিচার্ডস ৯৬টি ওয়ানডে খেলে ৮৮তম ইনিংসে গিয়ে এ রেকর্ড গড়েছিলেন। ইএসপিএন ক্রিকইনফো ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাতকারে আমলা বলেন, ‘রিচার্ডসের রেকর্ড ভেঙে তিনি কিছুটা বিব্রত। কারণ ‘অবশ্যই তিনি মাস্টার ব্লাস্টার, সত্যিকারের গ্রেট ব্যাটসম্যান। আমলা বলেন, স্বল্প সংখ্যক অনুষ্ঠানে তিনি রিচার্ডসের সাথে সাক্ষাত করতে পেরেছেন এবং সেসব সাক্ষাতকেই তিনি প্রাধান্য দিয়েছেন। অন্য যে কেউই এ রেকর্ড ভাঙতে পারে তবে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেটই সবচেয়ে বেশি সম্মান পেতে পারেন বলে মনে করছেন আমলা। খেলোয়াড়ী জীবনে ১৮৭ ওয়ানডে ম্যাচে ৪৭ গড়ে মোট ৬৭২১ রান করেন রিচার্ডস। আমলা বলেন, আজকাল যে হারে ওয়ানডে ক্রিকেট খেলা হচ্ছে তাতে খুব শিগগির তার রেকর্ডও কেউ ভেঙে ফেলবে বলে তিনি নিশ্চিত।