রায়নার ঝড়ো শতকে চেন্নাইয়ের শিরোপা

মাথাভাঙ্গা মনিটর: সুরেশ রায়নার দারুণ শতকে ভর করে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। সুনিল নারাইনের অনুপস্থিতিতে ১৮০ রানের পুঁজি নিয়েও ফাইনালে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কোলকাতা নাইট রাইডার্স। গতকাল শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮০ রান করে কোলকাতা। সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক গৌতম গম্ভির। তার ৫২ বলের ইনিংসটি ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো। গম্ভিরের সঙ্গে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়া রবিন উথাপ্পা করেন ৩৯ রান। এছাড়া মনিশ পান্ডে ৩২ ও ইউসুফ পাঠান অপরাজিত ২০ রান করেন। ২২ রানে ৫ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার পবন নেগি। জবাবে ১৮ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ৯ রানে ডোয়াইন স্মিথ বিদায় নিলেও ব্রেন্ডন ম্যাককালামের সাথে রায়নার ১১৮ রানের জুটি চেন্নাইকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। ৩৯ রান করে ম্যাককালামের বিদায়ের পর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে দলের শিরোপা নিশ্চিত করেন রায়না। ১০৯ রানে অপরাজিত থাকা রায়নার ৬২ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৬টি চার সমৃদ্ধ। ধোনি অপরাজিত থাকেন ২৩ রানে। বোলিং অ্যাকশন নিয়ে টুর্নামেন্টে আম্পায়াররা দ্বিতীয়বার আপত্তি তোলায় ফাইনালে নিষিদ্ধ ছিলেন কোলকাতার অফস্পিনার নারাইন।