রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

মাথাভাঙ্গা মনিটর: কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত। লোকেশ রাহুলের শতক আর বিরাট কোহলি ও রোহিত শর্মার দুটি অর্ধশতকে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে অতিথিরা। শেষ সেশনে তিনটি উইকেট তুলে নিয়ে অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে শ্রীলঙ্কাও। কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩১৯ রান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১৯ রানে ব্যাট করছেন। গতকাল বৃহস্পতিবার পি সারা ওভাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। চোট কাটিয়ে দলে ফেরা উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় আউট হওয়ার আগে কোনো রান করতে পারেননি। তিন নম্বরে উঠে আসা অজিঙ্কা রাহানের (৪) দ্রুত বিদায় দলের ওপর চাপ আরও বাড়ায়। স্কোর বোর্ডে ১২ রান তুলতেই বিজয়-রাহানেকে ফিরিয়ে দেয়ার কৃতিত্ব স্বাগতিক দলের পেসার ধাম্মিকা প্রসাদের। তৃতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ১৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন রাহুল। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় উইকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি ভাঙে কোহলির বিদায়ে। রঙ্গনা হেরাথের বলে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে ৭৮ রান করেন কোহলি। ভারত অধিনায়কের ১০৭ বলের ইনিংসটি ৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। অধিনায়কের বিদায়ের পর রোহিত শর্মার সঙ্গে ৫৫ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক পাওয়া রাহুল। ঝুঁকিপূর্ণ দুই রান নিয়ে তিন অঙ্কে পৌঁছানো এই ব্যাটসম্যান অবশ্য নিজের শতককে বড় করতে পারেননি। দুশমন্ত চামিরার বলে ১১ রানে একবার জীবন পান রাহুল। চান্দিমালকে ক্যাচ দিয়ে এই পেসারের বলেই আউট হয়ে ফেরেন তিনি। হুক করতে গিয়ে ক্যাচ দেওয়ার আগে ১৯০ বলে ১৩টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৮ রান করেন রাহুল। ছয় নম্বরে নামা স্টুয়ার্ট বিনি (১০) ভালো করতে পারেননি। তৃতীয় সেশনে নিজের প্রথম ওভারটি করতে এসেই এই অলরাউন্ডারকে ফেরান বাঁহাতি স্পিনার হেরাথ। ঋদ্ধিমানের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন গল টেস্টে দুই ইনিংসেই (৯ ও ৪) দুই অঙ্কে যেতে না পারা রোহিত। শুরুতে নড়বড়ে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দে ফিরে পাচ্ছিলেন রোহিত। ৮৮তম ওভারে ম্যাথিউসের বলে রোহিত এলবিডব্লিউর ফাঁদে পড়লে সেখানেই শেষ হয় প্রথম দিনের খেলা; এই উইকেটে স্বস্তিতে রয়েছে শ্রীলঙ্কাও। ৭৯ রান করা রোহিতের ১৩২ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। শ্রীলঙ্কার প্রসাদ ও হেরাথ দুটি করে উইকেট নেন।