যে কোনো পজিশনে মেসিই সেরা

মাথাভাঙ্গা মনিটর: সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে অসাধারণ এক রেকর্ড গড়া লিওনেল মেসি যে কোনো পজিশনেই খেলতে পারেন বলে দাবি করেছেন লুইস এনরিকে। বার্সেলোনা কোচ মনে করেন, আর্জেন্টিনার এই তারকা যে জায়গাতেই খেলুন না কেন তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। কাম্প নউতে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এই ম্যাচে করা তিনটি গোল মেসিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে-চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৬টি হ্যাটট্রিকের রেকর্ড এখন তার। ম্যাচ শেষে দলের সেরা তারকা মেসিকে প্রশংসায় ভাসান এনরিকে। “যে পজিশনে খেলুক মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সেল্টিকের বিপক্ষে জোড়া গোল করা সুয়ারেসেরও প্রশংসা করেন এনরিকে। সুয়ারেস কখনোই চাপ তৈরি করা আর কঠোর পরিশ্রম করা থামায় না। এমনকি সে তার সেরা দিন না পেলেও আমরা জানতাম সে শেষ পর্যন্ত গোল করবে। স্পেনের লা লিগায় সবশেষ ম্যাচে আলাভেসের কাছে হেরে যাওয়ার পর শিষ্যরা দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় খুব খুশি এনরিকে। বিশেষ করে সমর্থকদের বড় জয়ের আনন্দ দিতে পারায় তৃপ্তি পেয়েছেন বার্সেলোনা কোচ।