যে কারণে হিউজের অনাকাঙ্ক্ষিত মৃত্যু!

মাথাভাঙ্গা মনিটর: বিস্ফোরক মন্তব্যের জন্যই সুপরিচিত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার নিলো হার্ভি।  অকপটে তিনি বলে দেন অন্তরে লুকিয়ে থাকা বাণী।  সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিল হিউজের মৃত্যুর কারণ জানালেন।  তিনি বললেন, ফিল হিউজের মৃত্যুর কারণটা ছিলো তার সঠিক টেননিক না শিখতে পারা’।  পাশাপাশি আইসিসির বাড়াবাড়ি রকমের নিয়ম বদলানো ও ক্রিকেটের বিবর্তন নিয়ে হতাশা প্রকাশ করলেন ব্র্যাডম্যানের আশির দশকের তারকা ক্রিকেটার নিলো হার্ভি। শর্ট বলের আঘাত মাতায় লাগাল ২৫ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ফিল হিউজ। আর সবাই তার শোকে কাতর হলেও নিল হার্ভির খুঁছেন এমন কাণ্ডের পেছনের কারণ।  তিনি যা বললেন তার সারমর্ম দাঁড়ায়, আইসিসির নিয়ম পরিবর্তন আর বিবর্তনের কারণে বর্তমান ব্যাটসম্যানরা টেকনিক শিখতে পারছে না। ফিল হিউজের মৃত্যুর কারণটা টেকনিক শিখতে না পারাটাই। ভারত-অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট দেখতে এসে নিল হার্ভি বলেন, ‘আইসিসি নিয়ম পরিবর্তন করছে ইচ্ছে মতো। খেলাটাকে পুরোপুরি ব্যাটসম্যান বান্ধব করে দিচ্ছে।  ফলে ছেলেরা টেকনিক শিখতে পারছে না।  এটা যদি ক্রিকেট হয় তো আমরা ক্রিকেট খেলিনি। আইসিসির এমন কাণ্ডে হাতাশা প্রকাশের পরপরই ফিল হিউজের মৃত্যুর কারণটা খোলাসা করলেন তিনি, শর্ট বল খেলার টেকনিকটাই শেখেনি ও।  হ্যাঁ, ঠিকই বলছি।  টেকনিক ঠিক থাকলে ওই চোট হয় না।  তারপর সেই মারা যাওয়ার পর রব উঠল কী, না বাউন্সার কমিয়ে আনো।  যেন বাউন্সারের সব দোষ।  আমি মনে মনে বলছিলাম, দে তুলে দে, বাউন্সার তুলে দে।  ক্রিকেটটাও তুলে দে।’ সব শেষে তিনি দিলেন সিরিজের পূর্বাভাস, ‘গাব্বায় আমার মনে হয় না ইন্ডিয়ার কোনও সুযোগ আছে বলে।   লাস্ট দু’টো টেস্ট মেলবোর্ন আর সিডনি, ফিফটি-ফিফটি।  যে কোনও একটা ইন্ডিয়া জিতবে বলে আমার ধারণা।  সিরিজ ১-২ হারবে শেষমেশ।’ তবে শেষ দিন দুর্দান্ত তাড়া করেছে বারত।  এই কোহলি ছেলেটার অ্যাডভেঞ্চার করার স্পিরিট দেখে আমি এই ছিয়াশি বছর বয়সেও মুগ্ধ।’