যুব বিশ্বকাপে আমির-আফ্রিদির বোলিংয়ে বিধ্বস্ত বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মোহাম্মদ আমির খান ও আব্বাস আফ্রিদির গতির মুখে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগার যুবারা। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার পটেসফ্রেশরুমের সেনোস পার্কে পাকিস্তানের তরুণ দুই পেসার মোহাম্মদ আমির খান ও আব্বাস আফ্রিদির গতির শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন টাইগার যুবারা। ইনিংসের ২৫ ওভারে ১০৬ রানে ৯ উইকেট হারিয়েছে টাইগার যুবারা। এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। এখনও খেলা মাঠে গড়ায়নি। পাকিস্তানের হয়ে আমির খান ও আব্বাস আফ্রিদি যথাক্রমে ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন। অবশ্য আগের দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার লিগে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। পাকিস্তানও সুপার লিগের খেলা নিশ্চিত করেছে। গতকাল শুক্রবারের ম্যাচে যারা জিতবে তারা ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে।