যুক্তরাষ্ট্রকে হারিয়ে গোল্ড কাপের ফাইনালে জ্যামাইকা

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের মতো গোল্ডকাপের ফাইনাল নিশ্চিত করেছে জ্যামাইকা। আটালান্টায় গত বুধবার সেমিফাইনালে টানা পাঁচবার ফাইনাল খেলা যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে এ নৈপূণ্য দেখায় জ্যামাইকা। আগামী রোববার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতাটির নয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকো, যারা একই দিন একই ভেন্যুতে অপর সেমিফাইনালে পানামাকে ২-১ গোলে হারিয়েছে।

জর্জিয়ার ডোম স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জ্যামাইকা। ৩১তম মিনিটে হেড থেকে জ্যামাইকাকে এগিয়ে দেন ড্যারেন ম্যাটকস। পাঁচ মিনিট পর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাইলস বার্নস। ৪৮তম মিনিটে মাইকেল ব্র্যাডলি একটি গোল শোধ করেন। এরপর জ্যামাইকার রক্ষণে বেশ চাপ তৈরি করেও পরাজয় এড়াতে পারেনি যুক্তরাষ্ট্র।

এদিকে, অতিরিক্ত সময়ে গড়ানো প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল মেক্সিকোর জয়ের নায়ক ছিলেন আন্দ্রেস গুয়ার্দাদো। ম্যাচের ৫৭তম মিনিটে রোমান তরেসের গোলে এগিয়ে যায় পানামা। যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে সমতায় ফেরান গুয়ার্দাদো। ১০৬তম মিনিটে জয়সূচক গোলটিও পেনাল্টি থেকেই করেন পিএসভির এ উইঙ্গার। মেক্সিকো দ্বাদশবারের মতো গোল্ডকাপের ফাইনালে ওঠে।

পানামা জিতলেও খেলাটি নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে প্রথমার্ধে মেক্সিকোর ফরোয়ার্ড লুইস তেজেদারকে রেফারির লালকার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়ে খেলায় হট্টোগোল বাঁধে। তাছাড়া পানামা দুটি গোলই পেয়েছে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। ওই দু পেনাল্টি নিয়েও আপত্তি রয়েছে মেক্সিকোর সমর্থকদের। খেলা শেষে মেক্সিকোর খেলোয়াড়রা ঘিরে ধরলেও নিরাপত্তারক্ষীদের প্রহরায় মাঠ ছাড়তে হয় ম্যাচ অফিশিয়ালদের।