যশোরকে ১-০ গোলে হারিয়ে শেষ (৪) চার এ জায়গা করে নিল সিরাজগঞ্জ জেলাদল।

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে যশোর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ জেলাদল। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ও যশোর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ২ মিনিটে অর্থাৎ খেলার ৪৭ মিনিটে যশোর জেলা দলের গোল এরিয়ায় ফ্রি কিক লাভ সিরাজগঞ্জ জেলা দল। সে সুযোগ কাজে লাগিয়ে সিরাজগঞ্জ জেলা দলের ১১ নং জার্সিধারি আব্দুল্লাহ পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। খেলায় সমতা ফেরাতে যশোর জেলা দলের খেলোয়াড়রা বার বার সিরাজগঞ্জের রক্ষণভাগে আঘাত হানলেও সে আঘাতকে ভালোভাবেই মোকাবেলা করেন সিরাজগঞ্জের ডিফেন্ডাররা। খেলার বাকি সময়টুকুতে আর কোনো গোল না হওয়ায় সিরাজগঞ্জ জেলা দল ১-০ গোলে জিতে ৪র্থ দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লেখায়। গতকাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যাচের একমাত্র গোলদাতা সিরাজগঞ্জ জেলা দলের আব্দুল্লাহ।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। আগামী ২২ অক্টোবর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ও ২৩ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে স্বাগতিক চুয়াডাঙ্গার মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা ও দ্বিতীয় সেমিফাইনালে সিরাজগঞ্জের মুখোমুখি হবে জয়পুরহাট জেলা দল। এছাড়া দু-সেমিফাইনালে বিজয়ী দল আগামী ২৭ অক্টোবর টুর্নামেন্টের শিরোপা জেতার লড়াইয়ে অংশ নেবে। একই দিনে পর্দা নামবে ১৬টি জেলা দল নিয়ে ২১ দিনব্যাপী অনুষ্ঠিত ১৫টি ম্যাচের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের।