ম্যারাডোনা আসছেন!

স্টাফ রিপোর্টার: দেশের ফুটবল অঙ্গনে নতুন সংস্করণ বাংলাদেশ সুপার লিগ (বিসিএল) নামে ফ্রাঞ্চাইজি ফুটবল শুরু হতে যাচ্ছে। আগামী নভেম্বরে শুরু হবে ফ্রাঞ্চাইজি ফুটবল। বিশাল এ আয়োজনে বাংলাদেশের সাথে থাকবেন ফুটবল ঈশ্বর দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। তিনি বাংলাদেশ সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন। উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান এবং টুর্নামেন্ট চলাকালীন মাঝে একবার বাংলাদেশে আসবেন এমন চুক্তি নিয়ে কথা চলছে ম্যারাডোনার সাথে। এই ফুটবল কিংবদন্তির সাথে ভারতের একটি প্রতিষ্ঠান আলোচনা করছে বলে জানা গেছে। ম্যারাডোনাকে বাংলাদেশে আনার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে দাবি করেছে ফ্রাঞ্চাইজি ফুটবলের আয়োজক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। এখানে বড় বাঁধা অর্থ। আর্থিক ব্যাপারটা চূড়ান্ত হলে তবেই বাংলাদেশে আসার বিষয়টা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। তিনি জানান, ম্যারাডোনাকে আনার বিষয়টি এখনো চূড়ান্ত না। আলোচনা চলছে। আলোচনা কতোদূর এগিয়েছে তা জানতে চাইলে রুহুল আমিন বলেন, বাংলাদেশে আসার পাল্লাটা ভারী।