ম্যান সিটির ৪ গোলের সতর্কবার্তা

 

মাথাভাঙ্গা মনিটর: সহজ জয় দিয়ে শিরোপা পুনরুদ্ধার ‘মিশন’ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। গত সোমবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠ ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ করে প্রতিদ্বন্দ্বীদের একটা সতর্কবার্তা দিয়ে রাখলেন রবার্তো মানচিনির উত্তরসূরী মানুয়েল পেলেগ্রিনি। খেলার শুরুতেই কয়েকটি গোলের সুযোগ আসে ম্যান সিটির সামনে। দ্বিতীয় মিনিটে সার্জিও অ্যাগুয়েরো ও চতুর্থ মিনিটে এদিন জেকোকে হতাশ করেন নিউক্যাসলের ডাচ গোলরক্ষক টিম ক্রুল। ষষ্ঠ মিনিটে আর পারেননি ক্রুল। জেকোর ক্রস থেকে ডাভিদ সিলভার নিঁখুত হেড এগিয়ে নেয় স্বাগতিকদের। ২২ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন অ্যাগুয়েরো। জেকোর ব্যাকহিল ফ্লিক ধরে তার মাটি ঘেঁষা শট সাইডবারে লেগে ঢুকে যায় অতিথিদের জাল। প্রথমার্ধের শেষ দিকে জেকো দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে বিপদ আরো বাড়তে পারতো নিউ ক্যাসেলের।