ম্যান ইউর নাটকীয় জয়

মাথাভাঙ্গা মনিটর: ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাল সিটির মাঠে দু গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। এবারের ইপিএলের শুরু থেকেই দুঃসময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে ম্যান ইউকে। আগের ১৭ ম্যাচে পাঁচবার পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের। গতকাল বৃহস্পতিবার ‘বক্সিং ডে’তে ১৩ মিনিটের মধ্যে জেমস চেস্টার ও ডেভিড মেইলারের গোলে পিছিয়ে পড়ে ষষ্ঠ হারের শঙ্কায় পড়ে গিয়েছিলো তারা। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ম্যান ইউ। ১৯ ও ২৬ মিনিটে ক্রিস স্মলিং ও ওয়েইন রুনির লক্ষ্যভেদে সমতা নিয়ে আসে ইপিএলের সফলতম ক্লাবটি। ২-২ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৬৬ মিনিটে ম্যান ইউর জয়সূচক গোলটি হয় আত্মঘাতী থেকে, চেস্টারের ভুলে। চেস্টার অবশ্য স্বাগতিক দলকে একটি পয়েন্ট এনে দিতে পারতেন। কিন্তু ইনজুরি সময়ে তার প্রচেষ্টা দুর্দান্তভাবে ঠেকিয়ে ম্যান ইউর তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন গোলরক্ষক ডেভিড ডি গেয়া। ইনজুরি সময়েই দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান ম্যান ইউর আন্তনিও ভ্যালেন্সিয়া। ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান ষষ্ঠ।