ম্যানসিটিকে হারিয়ে নিরাপদে বার্সা

মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে সুবিধাজনক অবস্থানে বার্সেলোনা। মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম লেগে তারা ম্যানসিটিকে হারিয়েছে ২-০ গোলে। ম্যানসিটি শুরু থেকেই প্রতিরোধ গড়েছিলো। গোলরক্ষক জো হার্টও ছিলেন দারুণ। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো অতিথিরাই। প্রথমার্ধ ম্যানসিটির রক্ষণভাগ কাটিয়ে বরাবরই গোল প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে বার্সার। সুবর্ণ সুযোগ আসে দ্বিতীয়ার্ধে। রক্ষণভাগের খেলোয়াড় মার্টিন ডেমিচেলিস নিজেদের বক্সে লিওনেল মেসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। দশজনের ম্যানসিটি তখনই গোল হজম করে। পেনাল্টি স্পট থেকে দলকে এগিয়ে দেন মেসি, আর্জেন্টাইন তারকার এটি সপ্তম চ্যাম্পিয়ন্স লিগ গোল। শেষ মুহূর্তে নেইমারের পাস থেকে দানি আলভেজ ডান পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষক হার্টকে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এখন ম্যানসিটিকে ন্যু ক্যাম্পে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এদিন অন্য ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ৪-০ ব্যবধানে বায়ার লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল প্যারিস সেইন্ট জার্মেইন।