ম্যাক্সকো কিশোর ক্রিকেটে আমঝুপি ক্রিকেট একাডেমি ও পাবলিক ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ম্যাক্সকো কিশোর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আমঝুপি ক্রিকেট একাডেমি এবং আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

গতকাল শুক্রবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় টসজিতে আমঝুপি ক্রিকেট একাডেমি মাক্সকো ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ১৫ ওভারের খেলায় ম্যাক্সকো ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান করে। দলের পক্ষে দুর্জয় সর্ব্বোচ ২৫ রান করেন। আমঝুপি ক্রিকেট একাডেমির বুলবুল ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।

জবাবে খেলতে নেমে আমঝুপি ক্রিকেট একাডেমি ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে বাবু সর্ব্বোচ ১৮ রান করেন। ম্যাক্সকো ক্রিকেট একাডেমির দুর্জয় ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।

দিনের অপর খেলায় টসে জিতে ম্যাক্সকো ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করে। দলের পক্ষে ইমন সর্ব্বোচ ২৩ রান করে। আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির শাকিল ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়। জবাবে খেলতে নেমে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি ১৯ ওভারে ৭ উইকেটে হারিয়ে ৯৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ২০ রান করেন। ম্যাক্সকো ক্রিকেট একাডেমির অজিত ৩ ওভারে ১৪ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন। ম্যাচ দু’টিতে আম্প্যায়ারের দ্বায়িত্ব পালন করেন আতিক ও সাগর হোসেন। ম্যাক্সকো ক্রিকেট একাডেমি, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি ও সরকারি শিশু পরিবারের উদ্যোগে আয়োজিত ম্যাক্সকো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ম্যাক্সকো ক্রিকেট একাডেমির পরিচালক রিটন। এ সময় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সিনিয়ার সহ-সভাপতি খলিল জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক প্রফেসার সাইদুর রহমান, ক্যাপ্টেন (অবঃ) গনিউল আজম, সাবেক ফুটবলার আব্দুস সালাম, আমঝুপি ক্রিকেট একাডেমির পরিচালক আসাদুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।