মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচ

 

মেহেরপুর অফিস: বছরে একদিন হলেও এক সময়ের সহপাঠীদের সাথে সময় কাটে। এযেন ছাত্রজীবনের সেই আড্ডায় ফিরে যাওয়া। জীবনের কর্মব্যস্ততায় বন্ধুদের সাথে সাময়িক বিচ্ছিন্ন হলেও বিভিন্ন উৎসবে ঠিকই একসাথে সময় কাটে। বাড়তি আনন্দ উপভোগে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০৪ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা তাইতো মেতেছিলেন ফুটবল খেলায়।একদিকে চাকরিজীবী অন্যদিকে ব্যবসায়ী। প্রাণের বন্ধু হলেও ফুটবলমাঠে একে অন্যের প্রতিপক্ষ। গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে চিরচেনা সেই সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে শুরু হয় ব্যবসায়ী ও চাকরি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ২-০ গোলে বন্ধু ব্যবসায়ী একাদশকে পরাজিত করে চাকরিজীবী একাদশ। বিজয়ী দলের পক্ষে পারভেজ দুর্দান্ত খেলে দুটি গোল করেন।চাকরিজীবী একাদশের নেতৃত্ব দেন মিল্টন শেখ এবং ব্যবসায়ী একাদশের নেতৃত্বে ছিলেন ইমন হোসেন।