মেহেরপুর পিরোজপুরে হা-ডু-ডু খেলার উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শিশুপাড়া যুব সংঘের উদ্যোগে গ্রামবাংলার প্রাচীনতম খেলা হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিশুপাড়ার একটি আমবাগানে পিরোজপুর ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পিরোজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু। জেলার মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। উদ্বোধনীদিনের প্রথম রাউন্ডে নকআউট পদ্ধতিতে সদর উপজেলার পিরোজপুর, আশরাফপুর, বলিয়ারপুর ও হিজুলী, মুজিবনগর উপজেলার বাবুপুর, মহাজনপুর ও পুরন্দরপুর এবং গাংনী উপজেলার বাঁশবাড়িয়া দল প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। খেলা পরিচালনা করেন মতিয়ার রহমান এবং তাকে সহযোগিতা করেন আইয়ুব হোসেন ও শ্রী লাল মোহন ঘোষ। বিপুল দর্শক খেলাটি উপভোগ করে। আজ শুক্রবার একইস্থানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানারআপ দলকে একটি খাসি ছাগল প্রদান করা হবে।