মেহেরপুর খোকসাতে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

আমঝুপি প্রতিনিধি: ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন ইভেন্টে আমঝুপি ইউনিয়নের ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র-ছাত্রী এখানে অংশগ্রহণ করে। ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও ওয়াচ সদস্য মো. হাফিজুর রহমান, প্রধান অতিথি ছিলেন আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, আরো বক্তব্য রাখেন আমঝুপি ইউপি সদস্য মো. শহিদুল্লাহ, মো. মকলেছুর রহমান, খোকসা মল্লিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খাতুন, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শিরিনা খাতুন, গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কিতাব আলী। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ ও লাবনী খাতুন।