মেসি-সুয়ারেজদের জন্য নেইমারের ভিডিও বার্তা

মাথাভাঙ্গা মনিটর: অনেক নাটকীয়তার পর ২শ ২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের দল প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নাম লিখিয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। ক্লাব ছাড়লেও নেইমারকে শুভ কামনা জানাতে ভুল করেননি বার্সার খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে নেইমারকে অভিনন্দন জানিয়েছেন বার্সার সেরা খেলোয়াড় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ছাড়াও আরও অনেকে। তবে মাত্রই সাবেক হওয়া সতীর্থদের শুভ কামনা জানাতে ভুল করেননি নেইমারও।

গতকাল শুক্রবার প্যারিসে পৌঁছে সাবেক সতীর্থদের উদ্দেশ্যে এবার ভিডিও বার্তা দেন নেইমার। নিজের ভেরিফাইড একাউন্ট ফেসবুকে বার্সেলোনা ক্লাব, দলের খেলোয়াড় ও পিএসজিতে আসার বিষয়ে এক ভিডিও বার্তা দেন নেইমার।

ভিডিওতে বার্সাতে খেলার সময় কিছু মুহূর্ত ও ভিডিও চলা অবস্থায় নিজের ভাষ্য প্রদান করতে গিয়ে নেইমার বলেন, ‘আমি আজকের জন্য এখানে একটি টেক্সট প্রস্তুত করেছি। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। কিছু আমাদের সিদ্বান্তে হয়ে থাকে। যা আমাদের ক্যারিয়ারের ওপর প্রভাব রাখে। যা তীব্র, কিন্তু সংক্ষিপ্ত।’ ‘বার্সেলোনার হয়ে খেলাটা চ্যালেঞ্জের চেয়েও অনেক বেশি কিছু ছিলো। এতো বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলছি, যেন ভিডিও গেম খেলছি। আমার শুরুর দিনগুলোর কথা এখনো মনে আছে। মেসি, ভালদেস, জাভি, ইনিয়েস্তা, পুয়েল, পিকে, বুসকেটসদের সঙ্গে একই ড্রেসিংরুমে বসা। এমন এক ক্লাবে খেলা যারা ক্লাবের চেয়েও বেশি কিছু। আমি অবিস্মরণীয় কিছু সময় পার করেছি। এটি একটি শহরের চেয়ে বেশি ছিল। একটি ঘরের মতো। বার্সেলোনা ও কাতালানরা সব সময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জের দরকার ছিলো।’

‘বার্সেলোনার সেরা খেলোয়াড় ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাথে খেলতে পারাটা সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন নেইমার। ভিডিও বার্তায় মেসিকে নিয়ে নেইমার বলেন, ‘সেরা অ্যাথলেটের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি নিশ্চিত তাঁর চেয়ে ভালো আর কাউকে আমি দেখবো না। লিও মেসি আমার সঙ্গী ছিলেন। মাঠ ও মাঠের বাইরে ছিলেন আমার বন্ধু এবং আমি তার সঙ্গে খেলতে পেরে গর্বিত। লুইস সুয়ারেজ ও মেসির তার সঙ্গে ঐতিহাসিক এক জুটি গড়েছিলাম। একজন অ্যাথলেটের পক্ষে যা সম্ভব, সবই জয় করেছি আমি। একজন খেলোয়াড় হিসেবে আমার চ্যালেঞ্জের প্রয়োজন।’

‘আমার জীবনে দ্বিতীয়বারের মতো আমার বাবার বিরোধিতা করতে যাচ্ছি। বাবা, আমি রতামার মতামত বুঝতে পারি এবং রসটাকে সম্মান করি। কিন্তু আমার সিদ্বান্ত নিজেই তৈরি হয়েছে এবং আমি বলবো আমাকে সহায়তা করার জন্য, যেভাবে আমাকে সবসময় করা হয়েছে।’ পিএসজিতে যোগ নিয়ে নেইমার বলেন, ‘নতুন কিছু অর্জনের জন্য আমি পিএসজির প্রস্তব গ্রহণ করেছি এবং ক্লাবকে বেশ কিছু শিরোপা জয় করিয়ে দিতে চাই যা তাদের সমর্থকরা চায়। তারা আমাকে একটি সাহসী কর্মজীবনের পরিকল্পনা দেখিয়েছে এবং অনুভব করেছি আমি তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখন আমার হৃদয় চাইছে পিএসজিতে নতুন বাসা বাঁধতে। আগামী কয়েক বছর পিএসজি হবে আমার নতুন ঠিকানা। এখানে সম্মানের সাথে ফুটবল খেলতে চাই। আমি এখানে সবার সমর্থন পেতে চাই। সমর্থক, বন্ধু এবং আমার পরিবার পাশে থাকবে বলে আশা করছি।’

‘এটা সত্যিই অনেক কঠিন সিদ্বান্ত ছিলো। কিন্তু ২৫ বছর বয়সে যতোটুকু পরিপক্কতা এসেছে তা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছুর জন্য বার্সেলোনাকে আবারো অনেক ধন্যবাদ। পিএসজি আমি আসছি। ঈশ্বর আমাদের মঙ্গল করুন এবং আমাদের রক্ষা করুন।’