মেসি-রোনালদোর ১ হাজার গোল

মাথাভাঙ্গা মনিটর: আধুনিক প্রজন্মের দু সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে একে অপরকে বিভিন্নভাবে ছাড়িয়ে গেছেন। কিন্তু এবার দুজন মিলে অনবদ্য এক রেকর্ড গড়েছেন। ফুটবল ইতিহাসে এ দু বিশ্বসেরা স্ট্রাইকার মিলে ১০০০ ক্যারিয়ার গোলের দারুন এক রেকর্ড গড়েছেন।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ী ম্যাচটিতে সমতাসূচক গোলটি করে আর্জেন্টাইন সুপার স্টার এ মাইলফলক স্পর্শ করেন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এ দুই তারকা অবশ্য এ মাইলফলক স্পর্শ করতে গিয়েও ভিন্নভাবে নিজেদের প্রমাণ করেছেন। হাজার গোলের মধ্যে যেখানে রোনালদো গোলের দিক থেকে এগিয়ে সেখানে এ রেকর্ডে ক্লাব শিরোপা জয়ে পর্তুগিজ তারকাকে ছাড়িয়ে গেছেন মেসি। হাজার গোলের পরিসংখ্যানে ৭৭৩ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা যেখানে ৫১৮ সেখানে ৬১৩ ম্যাচে মেসি গোল করেছেন বাকি ৪৮২টি। এর মধ্যে রোনালদোর হ্যাটট্রিক রয়েছে ৩৮টি ও মেসির ৩৬টি। ক্যারিয়ারে মেসি জয় করেছেন ২৬টি ক্লাব শিরোপা, রোনাল্ডোর সংগ্রহে আছে ১৬টি। জানুয়ারি প্রথম সপ্তাহে পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর পঞ্চমবারের মত জয় করে রেকর্ড করেছেন মেসি, যেখানে রোনালদো এ খেতাব জিতেছেন তিনবার।