মেসি গোল পেলে ‘খুশি হতেন’ প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: নিজের পছন্দের দল সেমিফাইনালে বাদ পড়লেও বিশ্বকাপফুটবলের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ছিলো আর্জেন্টিনার প্রতি।মেসি গোল করতে পারলে খুশি হতেন তিনি। গতকাল সোমবার মন্ত্রিসভারবৈঠকের শুরুতে অনির্ধারিত আলোচনায় ‘ব্রাজিল ফুটবল দলের সমর্থক’ প্রধানমন্ত্রী জানান, তিনিও অন্য অনেকের মতো রাত জেগে জামার্নি-আর্জেন্টিনা খেলা দেখেছেন।বৈঠকে উপস্থিত একজনমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রীবলেছেন, আমার দল বাদ পড়লে কি হবে… খেলা দেখার অভ্যাস আছে না?মেসি গোল করতে পারলে এবংআর্জেন্টিনা জিতলে বেশি খুশি হতাম।গত রোববার রাতে ব্রাজিলেরমারাকানা স্টেডিয়ামে একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপেরশিরোপা জিতে নেয় জার্মানি। শেষ রাতের ওই ম্যাচ নিয়ে আলোচনা সকালে মন্ত্রিসভার বৈঠকেগড়ালে বেশ কয়েকজন মন্ত্রী তাতে অংশ নেন।

ফাইনালে গোল করতেনা পারায় ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী মেসিকে ‘ফাউল’ খেলোয়াড় আখ্যায়িত করেন। তবে কয়েকজন তারকথার প্রতিবাদ করেন।গতকাল সোমবারের বৈঠকে সাতটিএজেন্ডা রাখায় এক মন্ত্রী তা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে রসিকতা করেন বলে জানানএকজন প্রতিমন্ত্রী।তিনি বলেন, ওই মন্ত্রীমন্ত্রিপরিষদ সচিবকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলেন, এতোগুলো এজেন্ডা কেন রেখেছেন?সবাইরাত জেগে খেলা দেখেছি না?ওই প্রতিমন্ত্রী জানান,মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েক জন মন্ত্রী-প্রতিমন্ত্রী অনুপস্থিত ছিলেন।গত ১৪ জুন গণভবনেএক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, বিশ্বকাপ ফুটবলে তিনিব্রাজিলের সমর্থক।প্রধানমন্ত্রী সেদিনবলেন, খেলা দেখতে আমি পছন্দ করি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর প্রথম ম্যাচেরওঅনেকটা দেখেছি। সকালে উঠে খেলার ফলাফলের খবর নিয়েছি।প্রতিদিন খেলার খোঁজ-খবররাখছেন জানিয়ে ওইদিন শেখ হাসিনা বলেন, আমি বলে দিয়েছি বিশ্বকাপে যার যে দল পছন্দ সেসেই দলের পতাকা ওড়াতে পারবে।